ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নিহত’ মামুনের ফিরে আসা: সিআইডির ৩ কর্মকর্তাকে তলব

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:১২, ৩ অক্টোবর ২০২০
‘নিহত’ মামুনের ফিরে আসা: সিআইডির ৩ কর্মকর্তাকে তলব

মামুন (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ-হত্যা অভিযোগের ছয় বছর পর জীবিত অবস্থায় মামুন ফিরে আসার ঘটনায় ভুল তদন্তের ব্যাখ্যা চেয়ে পুলিশ ও সিআইডির তিন কর্মকর্তাকে লিখিত প্রতিবেদনসহ তলব করেছেন আদালত।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন। 

মামলার এজাহার থেকে চার্জশিট পর্যন্ত পুলিশ ও সিআইডির তদন্তকারী তিন কর্মকর্তাকে সাত কার্য দিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদনসহ আদালতে হাজির হতে বলা হয়েছে। 

এদিন রাতে নারায়ণগঞ্জ সিআইডি’র বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সুপার বলেন, ‘এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ ও সিআইডির তিন তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডি এসআই জিয়াউদ্দিন উজ্জল ও সিআইডির এএসপি হারুন অর রশিদকে লিখিত প্রতিবেদনসহ আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।’

আদালত আদেশে বলেছেন, ‘মামুনকে অপহরণের পর হত্যা পরে গুম মামলার তদন্তে কেন এমন ভুল হলো? মামলা তদন্তে তাদের কেনো এমন গাফিলতি ঘটলো?’ আদালত এর ব্যাখ্যা চেয়েছেন বলে জানান পুলিশ সুপার নাসির উদ্দিন।

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়