RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ১০ রবিউস সানি ১৪৪২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২০

রুমন চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ-ময়ময়নসিংহ আঞ্চলিক মহাসড়কে  নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। ১৯ জনকে উদ্ধার করা হলেও একজন বাসের ভেতরে আটকা রয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড থেকে এমকে পরিবহনের একটি বাস ২০-২৫জন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বাসটি জামতলা এলাকায় যাওয়ার পর একটি সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ১৯জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তাদের মধ্যে ৯জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যাত্রীদের মধ্যে একজন বাসের ভেতরে আটকে রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিল উদ্ধার তৎপরতার নেতৃত্ব দিচ্ছেন। তাছাড়া দুই থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে।রাইজিংবিডি/ কিশোরগঞ্জ/২৩ ফেব্রুয়ারি ২০১৭/ রুমন চক্রবর্তী/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়