ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৩ সেপ্টেম্বর ২০২০  
নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররা

ব্রাজিলের নারী ফুটবলাররা এখন পুরুষ ফুটবলারদের সমান বেতন পাবেন। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং নরওয়ের পর এমন বেতন-ভাতায় পুরুষ ও নারী দলের মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। যেখানে তারা বলেছে, ‘সিবিএফ পুরুষ এবং নারী ফুটবলের প্রাইজ মানী এবং বেতন-ভাতা সমান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে এখন থেকে নারী ফুটবলাররাও পুরুষ ফুটবলারদের সমান অর্থ আয় করবেন।’ এদিকে নারী দলে দুই জন কো-অর্ডিনেটর নিয়োগের কথাও বিবৃতিতে জানানো হয়েছে।

পুরুষ ও নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি গত বছর সামনে আনেন যুক্তরাষ্ট্রের পেশাদার নারী ফুটবলাররা। যুক্তরাষ্ট্র ফুটবলের নীতি নির্ধারকদের বিরুদ্ধে খেলোয়াড়দের বেতন-ভাতা ও কাজের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছিলেন তারা। তবে তাদের এই অভিযোগ গত মে মাসে খারিজ করে দেয় একটি আদালত। যদিও পরে অস্ট্রেলিয়া বেতন বৈষম্য দূর করেন।

২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ব্রাজিলের নারী ফুটবল দল, অলিম্পিকের ফাইনালে খেলেছিল ২০০৪ ও ২০০৮ সালে। তবে শিরোপা জেতা হয়নি কোনো বারই।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়