ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেদারল্যান্ডসে কোমানের উত্তরসূরি দে বোয়ের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২০
নেদারল্যান্ডসে কোমানের উত্তরসূরি দে বোয়ের

ফ্রাঙ্ক দে বোয়ের

নেদারল্যান্ডসের নতুন প্রধান কোচ হলেন ফ্রাঙ্ক দে বোয়ের। বুধবার এ খবর নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। কিকে সেতিয়েন বরখাস্ত হওয়ার পর গত মাসে রোনাল্ড কোমান বার্সেলোনার দায়িত্ব নিলে জাতীয় দলে এই শূন্যস্থান তৈরি হয়।

দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলা দে বোয়ের নেদারল্যান্ডসের জার্সি পরেছেন ১১২ বার। এবার কোচ হিসেবে কাতার বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন ৫০ বছর বয়সী, তার চুক্তি দুই বছরের।

নেদারল্যান্ডসের কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া কিছুটা বিস্ময়কর। আমস্টারডাম ক্লাব ছাড়ার পর থেকে কোচের দায়িত্বে টানা ব্যর্থতার মুখ দেখেছেন দে বোয়ের।

ইন্টার মিলানে দুর্ভাগ্যজনক ৮৫ দিন কাটানোর পর ক্রিস্টাল প্যালেসের ১০ সপ্তাহ ছিল দুঃস্বপ্নের মতো। মৌসুমের প্রথম চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ হারের পর বরখাস্ত হন দে বোয়ের, ওই ম্যাচগুলোতে একটিও গোল করতে পারেনি প্যালেস।

প্রিমিয়ার লিগ ছাড়ার পর দে বোয়ের নতুন চ্যালেঞ্জ নেন এমএলএস ক্লাব আটলান্টা ইউনাইটেডে জেরার্দো তাতা মার্তিনোর উত্তরসূরি হিসেবে, যিনি মেক্সিকোর জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন।

আটলান্টায় ১৮ মাসের চুক্তিতে ইউএস ওপেন কাপ জিতেছেন দে বোয়ের। তবে পরের মৌসুমে শুরুটা বাজে হওয়ায় দুই মাস আগে চুক্তি বাতিল হয় তার।

জাতীয় দলে দে বোয়েরের অভিজ্ঞতা কেবল সহকারী কোচে সীমাবদ্ধ। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বার্ট ফন মারউইকের সহকারী ছিলেন তিনি। ওইবার তার দেশ নেদারল্যান্ডস ফাইনালে হেরে যায় স্পেনের কাছে।

প্রধান কোচ হিসেবে দে বোয়েরের প্রথম ম্যাচ ৭ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে। এরপর নেশনস লিগে বসনিয়া-হার্জেগোভিনা ও ইতালির বিপক্ষে লড়বে ডাচরা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়