Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৭ ১৪২৮ ||  ২৪ রবিউস সানি ১৪৪৩

নোবিপ্রবিতে ২৭ শতাংশ শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের সুযোগ

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২৫ নভেম্বর ২০২১  
নোবিপ্রবিতে ২৭ শতাংশ শিক্ষার্থীর বিভাগ পরিবর্তনের সুযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিতে ২৭ শতাংশ শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ‘ডি’ গ্রুপে বিভাগ পরিবর্তনের আসন মোট ৩৭৭টি, যা মোট ১৩৯১ আসনের  মধ্যে ২৭.১০ শতাংশ। 

মোট ৬টি গ্রুপে ভর্তি আবেদন ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতি গ্রুপে ভর্তিতে আবেদন ফি ধরা হয়েছে ৬০০ টাকা।

জানা যায়, ডি গ্রুপে মোট ৩৭৭টি আসনের মধ্যে বিজ্ঞান ইউনিটের আসন ২৮৮টি, ব্যবসায় শিক্ষায় ৭২টি ও মানবিকে ১৭টি। আবেদনের জন্য উচ্চমাধ্যমিকের যেকোনো শাখা এবং সমন্বিত ভর্তি পরীক্ষায় যেকোনো ইউনিটের পরীক্ষার্থী হতে হবে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্যে এইচএসসিতে পরিসংখ্যান/গণিত থাকতে হবে।

মোট ৬টি অনুষদে আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। অনুষদগুলো হলো- সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, আইন অনুষদ, শিক্ষা বিজ্ঞান অনুষদ, আইআইএস এবং বিজ্ঞান অনুষদ।

ফাহিম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়