ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নৌকাবাইচ দেখতে গিয়ে শিশুর মৃত‌্যু, নিখোঁজ ৭

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নৌকাবাইচ দেখতে গিয়ে শিশুর মৃত‌্যু, নিখোঁজ ৭

টাঙ্গাইলের নাগরপুর নৌকাবাইচ দেখতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ফাহিমা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন সাতজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় এক জনকে উদ্ধার নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলা সদর ইউনিয়নের পাইশানা-তুর্কি বিলে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা উপজেলার বেকরা ইউনিয়নের বেরপুশা গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

নাগরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে পানান গ্রামবাসীর উদ্যোগে পাইশানা-তুর্কি বিলে এক নৌকাবাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট বড় নৌকায় করে লোকজন নৌকাবাইচ দেখতে আসে। সন্ধ্যার দিকে উপজেলার টুইটাম থেকে আসা অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা হঠাৎ করে বিলের মধ্যে ডুবে যায়। এতে নৌকাটির অনেক যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৭-৮ জন নিখোঁজ হয়। পরে এলাকাবাসী দুই জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ফাহিমাকে মৃত পাওয়া যায়।

এদিকে ঘটনার পরই নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই টাঙ্গাইল থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। তারা এলেই নিখোঁজদের উদ্ধার কাজ চালানো হবে। এছাড়া প্রাথমিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাদের কার্যক্রম শুরু করেছে।

শাহরিয়ার সিফাত/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়