RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে জটিলতা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৬, ৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে জটিলতা

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : বলিউডের গুণী নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। তিনি নির্মাণ করছেন ‘পদ্মাবতী’ শিরোনামের সিনেমা। এতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং।

কিছুদিন আগে এ সিনেমার শুটিং সেটে হামলার শিকার হন নির্মাতা সঞ্জয়লীলা। এবার সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ রাজস্থানে সিনেমাটি মুক্তি দেওয়ার আগে রাজপুত নেতাদের অনুমতি লাগবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমায় ইতিহাস বিকৃত করা হয়েছে। কিছুদিন আগে এমন অভিযোগে সিনেমাটির শুটিং সেটে হামলা চালিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন রাজপুত করনি সেনা। তারপর মাস দুয়েক কেটে গেলেও সমস্যার তেমন কোনো সমাধান হয়নি। বরং রাজপুত সেনাদের অনুমতি না মিললে রাজস্থানে সিনেমাটি প্রদর্শিত হবে না বলে ঘোষণা দিয়েছে রাজস্থান সরকার। গতকাল শনিবার (৪ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়।

রাজস্থান সরকার জানিয়েছে, রাজপুত নেতাদের অনুমতিতেই রাজ্যে মুক্তি পাবে ‘পদ্মাবতী’ সিনেমা। তাই খুব স্বাভাবিকভাবেই সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এখনো এ সিনেমার শুটিং শেষ হয়নি। আপাতত শুটিং বন্ধ রয়েছে। তবে খুব শিগগির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। চলতি বছরের ১৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৭/শান্ত/মারুফ/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়