ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মায় বিলীন শিবচরের ইউপি ভবন 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০
পদ্মায় বিলীন শিবচরের ইউপি ভবন 

বিলীন হওয়ার কয়েক দিন আগে তোলা

পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতল ভবনটি।  

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুরো ভবন নদীগর্ভে হারিয়ে যায়। কয়েক বছর আগেও ভবনটি পদ্মা নদী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ছিল। 

ভবন বিলীন হওয়ার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতীম সাহা বলেন, ‘আমরা বালুর বস্তা ফেলে ভাঙনরোধের চেষ্টা করেছিলাম। কিন্তু তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকানো যায়নি।’ 

এখন পাশের একটি কমিউনিটি ক্লিনিক ও কাজীরসুরা বাজারের অর্ধশতাধিক দোকান ভাঙনের ঝুঁকিতে রয়েছে।  

চলতি বন্যায় বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন, চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ ভবন, কাঁঠালবাড়ী ইউনিয়নের ৭৭নং কাঁঠালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের তিনতলা ভবন পদ্মা নদীতে বিলীন হয়।

শিবচর চরাঞ্চলের চারটি বিদ্যালয় নদীতে বিলীন হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

বেলাল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়