ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরিবহনে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৯ মার্চ ২০২১  
পরিবহনে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের কারণে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে সরকার। আর তাই ভাড়া নির্ধানের জন্য আজ সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির নেতারা।

সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান। 

তিনি বলেন, আমরা আজ দুপুরে এই ধরনের একটি প্রজ্ঞাপন পেয়েছি।  এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা খুব দ্রুত বৈঠকে বসতে যাচ্ছি সিদ্ধান্ত নিতে।  বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা করব।

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, আমরা গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার বিষয়টি জানতে পেরেছি। এ অবস্থায় সড়ক পরিবহন খাতে লোকসান ঠেকাতে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমরা বৈঠকে বসবো। আলোচনার মাধ্যমেই ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া অর্ধেক যাত্রী পরিবহন করলে আমাদের মালিকদের লোকসান হবে। তাই ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়