Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ০৬ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২২ ১৪২৮ ||  ২৯ রবিউস সানি ১৪৪৩

হাসতে নাকি জানে না কেউ

ফটো ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:২৫, ৪ সেপ্টেম্বর ২০২০
হাসতে নাকি জানে না কেউ

ছবি: পিটার

সময় থামিয়ে রাখা যায় না। কিন্তু একটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করে রাখা যায়। এ নিয়ে চেষ্টারও কমতি নেই। অনেক ফটোগ্রাফার জীবজন্তুর ছবি তুলতে পছন্দ করেন। তারা ঘুরে বেড়ান বনে-জঙ্গলে। এই ফটো ফিচারে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের ক্যামেরায় পশুপাখির কিছু হাস্যকর মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

পশুপাখির মজার মজার এসব ছবি নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ নামে একটি প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার এতে অংশ নেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া মজার কয়েকটি ছবি দেখুন।  

মাথার পেছনে হাত রেখে মা শিম্পাঞ্জির শরীরে ঠেস দিয়ে আয়েশি ভঙ্গিতে বসে আছে খুদে শিম্পাঞ্জি। ছবিটি ক্যামেরাবন্দি করেছেন টম ম্যাঙ্গেলসেন

 

তৃণভোজী গন্ডার খাবার খাচ্ছে; প্রস্রাবও করছে আপন মনে। ফোয়ারার গতিতে বেরিয়ে আসা প্রস্রাবে ভিজে যাচ্ছে বক। কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপই নেই! ছবিটি তুলেছেন টিলাকরাজ নাগারাজ

 

পণ্ডিত শেয়ালের কাণ্ড দেখে হাসি দমিয়ে রাখা কঠিন। অ্যালাসতাইর মার্সের তোলা ছবিটি গত বছর ‘কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’-এ অংশ নিলেও কোনো পুরস্কার পায়নি

 

দেখে মনে হচ্ছে কোনো মহাকাশচারী। কিন্তু সবই যে ভ্রম! কারণ বানরটির শরীরে তুষার পড়ায় এমন রূপ বদলেছে। জাপান থেকে ছবিটি তুলেছেন রো গ্যালিটজ

 

‘নদীতে স্রোত আসে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়’— টমাস মুরের উক্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে ছবিটিতে। টেক্সমার তোলা ছবির প্রাণীটি কি নিয়ে দ্বন্দ্বে আছে কে জানে?

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়