Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৭ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১২ ১৪২৮ ||  ১৫ জিলহজ ১৪৪২

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি

পশ্চিমা লঘুচাপের কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ এসময়ে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার রাতে অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান,  লঘুচাপের কারণে ঢাকা শহর ছাড়া মোটামুটি দেশের সব জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এভং চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে।


ঢাকা/নূর/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়