ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৩ জানুয়ারি ২০২৩  
পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ

গত মাসে নাজাম শেঠী পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পান শহীদ আফ্রিদি। তবে এই চেয়ারে পাকাপাকি বসে থাকতে চাননি সাবেক পাকিস্তানি অলরাউন্ডার। সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান হারুন রশিদকে প্রধান নির্বাচক ঘোষণা করা হয়েছে। 

গত মাসে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে আফ্রিদিকে বসান নাজাম। নির্বাচক প্যানেলের বাকি সদস্যের নাম পরে জানানো হবে বলেছেন তিনি।

৬৯ বছর বয়সী রশিদ ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেন। এরপর প্রধান নির্বাচক ছাড়াও পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স ও পাকিস্তান টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। গত বছর ২২ ডিসেম্বর ১৪ জনের ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিতে নিযুক্ত হন। এবার সেই পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাকে।

ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিই আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক করেছিল। নাজাম তাকে লম্বা সময়ের জন্য চেয়েছিলেন। কিন্তু ফাউন্ডেশন ও দাতব্য কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে দায়িত্ব নিতে চাননি আফ্রিদি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়