ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাপুলের আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৭:৫১, ৩ মার্চ ২০২১
পাপুলের আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল 

শহিদ ইসলাম পাপুলের শূন্য আসনে (লক্ষ্মীপুর-২) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  এই আসনে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সিদ্ধান্তের কথা জানান। 

হুমায়ুন কবীর বলেন, লক্ষ্মীপুর-২ উপ-নির্বাচন, প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ ও ১১টি পৌরসভায় আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।  আগামী ১১ এপ্রিলের ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, যাচাই-বাছাই ১৯ মার্চ আর প্রত্যাহার ২৪ মার্চ।

ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে ভোট হবে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে ৩০ টিতে ইভিএম ব্যবহার করা হবে। 

এছাড়া ইভিএম এ ভোট হবে ১১টি পৌরসভা আর লক্ষ্মীপুর-২ আসনে।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়