ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাবনা-৪ উপনির্বাচন: মন্ত্রীর পরিবার থেকেই মনোনয়ন প্রত্যাশী ৪

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাবনা-৪ উপনির্বাচন: মন্ত্রীর পরিবার থেকেই মনোনয়ন প্রত্যাশী ৪

ওপরে (বাঁ থেকে) কামরুন্নাহার শরীফ ও গালিবুর রহমান শরীফ। নিচে (বাঁ থেকে) পিয়া ও মিন্টু।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচন। রোববার (২৩ আগস্ট) ঘোষিত তফসিলে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে অগে থেকেই দৌঁড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে ২৬ জন বিভিন্ন পর্যায়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। 

তবে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পরিবার থেকে চারজনের মনোনয়ন ফরম উত্তোলন।

পরিবারের সদস্যদের মধ্যে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী কামরুন্নাহার শরীফ, ছেলে গালিবুর রহমান শরীফ, মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এবং জামাতা আবুল কালাম আজাদ মিন্টু। 

একই পরিবার থেকে চারজনের মনোনয়ন চাওয়ার বিষয়টিকে স্থানীয় রাজনীতিতে নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, মন্ত্রীর পরিবার থেকে একজন মনোনয়ন চাইলে বরং ভাল হতো। 

এদিকে, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পদের প্রার্থী হওয়ার আশায় সাবেক এমপির পরিবারের এসব সদস্য ছাড়াও আরও যারা দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তারা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন;

সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবদুল আলীম, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নজরুল ইসলাম রবি;

সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু, অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক পিপি আক্তারুজ্জামান মুক্তা, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন তুহিন, স্বাচিপ, বিএমএ ও গণজাগরণ মঞ্চের নেতা ডা. সাহেদ ইমরান।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক এমপির পরিবারের সদস্যদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এর আগে ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় পাবনা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার স্বামী ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সর্বশেষ পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এখনও ঈশ্বরদী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী ও ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ বার্ধক্যজনিত কারণে জাতীয় সংসদ সদস্য পদের প্রার্থী হিসেবে অন্যদের চেয়ে শারীরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল। পরিবারের সদস্যদের মধ্যে এসব কারণে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ মনোনয়ন বিবেচনায় তার পরিবার ও আত্মীয়স্বজনের কাছে গ্রহণযোগ্য হিসেবে এরই মধ্যে বিবেচিত হয়েছেন বলে জানিয়েছেন ওই পরিবারের একাধিক সদস্য। 

এ বিষয়ে পরিবারের অন্যতম সদস্য সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান ও লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস উর রহমান শরীফ বলেন, ‘আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমরা গালিবুর রহমান শরীফকেই পারিবারিকভাবে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রথম পছন্দের বলে মনে করি।’

এদিকে, দলীয় সূত্রে জানা গেছে দুয়েকদিনের মধ্যেই দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করতে পারে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এখন দেখার বিষয় কে পাচ্ছেন কাঙ্খিত দলীয় মনোনয়ন।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু। তার মৃত্যুতে আসনটি শুন্য হয়।

শাহীন রহমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়