ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান আল আমিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৪ জুন ২০২২  
পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান আল আমিন

দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলে নেই পেসার আল আমিন হোসেন। এখন আছেন জাতীয় দলের ‘ছায়া দল’ খ্যাত বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। অর্থাৎ জাতীয় দলে ফেরার প্রক্রিয়ার মধ্যেই আছেন আল আমিন। সামনে ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভাবনাতেও আছেন তিনি। 

নির্বাচকদের ভাবনায় আল আমিন থাকলেও ‘এ’ দল নিয়ে তার ভাবনা কিছুই নেই। বর্তমানেই যেন থাকতে চান। ক্যাম্পে নিজেকে প্রস্তুত করতে চান। সুযোগ আসলে তবে চিন্তা করবেন। 

মঙ্গলবার (১৪ জুন) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন আল আমিন, ‘সামনে ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। এখন এটা নিয়ে চিন্তা করছি না। স্কিল ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ আছে। নির্বাচকরা সুযোগ দিলে চিন্তা করা যাবে।’

ফিটনেস ক্যাম্পের পর মিরপুরে এখন চলছে স্কিল ক্যাম্প। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ক্যাম্পের কাজ নিয়ে আল আমিনের ভাষ্য, ‘যখন ম্যাচের মধ্যে ঢুকবো, তখন উইকেটের চিন্তা করা উচিত। আমাদের এখানে স্কিল নিয়েই মূলত কাজ হচ্ছে। কারও আউটসুইং ভালো, কারও ইনসুইং কম, ইয়র্কার, কারও বোলিং করার সময় শরীর বাঁকা হয়... স্কিলের সমস্যাগুলো নিয়েই ক্যাম্প হচ্ছে।’

আল আমিন সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন ২০২০ সালের মার্চে। এরপর আর সুযোগ আসেনি লাল সবুজের জার্সিতে। সুযোগের অপেক্ষায় থাকা আলি আমিন চান পারফর্ম করেই আবার ফিরতে। তার মতে জাতীয় দলের বাইরেও জাতীয় দলের মতো অনুশীলন করতে হবে।

‘ক্রিকেট খেলতে হলে জাতীয় দলের বাইরেও জাতীয় দলের মতো করে খেলতে হবে। এটাই আসলে জীবন। যখন জাতীয় দলে খেলিনি, তখন তো বাইরে পারফর্ম করেই দলে ঢুকেছি। ইনজুরির কারণে জাতীয় দলে ছিলাম না। চেষ্টা করছি পারফর্ম করে কীভাবে আবার ফেরা যায়।’- এভাবেই বলেছেন আল আমিন। 

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়