RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

শরীরী সৌন্দর্যে বিদিশা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীরী সৌন্দর্যে বিদিশা

বিদিশা শ্রীবাস্তব

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী বিদিশা শ্রীবাস্তব। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। কিন্তু অভিনয় আর শরীরী সৌন্দর্যে চলচ্চিত্রপ্রেমীদের মনে ঠাঁই করে নিয়েছেন বিদিশা।

অভিষেক চলচ্চিত্র মুক্তির পরের বছর বিদিশা অভিনীত তিনটি সিনেমা পর পর মুক্তি পায়। সিনেমা মুক্তির পর ভারতীয় প্রথম সারির দৈনিক পত্রিকাগুলোর প্রশংসা কুড়ান তিনি। ‘নালি নালিয়ুথা’ সিনেমায় বিদিশার অভিনয় প্রসঙ্গে ভারতীয় এক পত্রিকা লিখেছিল, ‘চরিত্রের জন্য বিদিশা পারফেক্ট।’ এমন অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

 

 

 

 

ভারতের উত্তর প্রদেশের মেয়ে বিদিশা শ্রীবাস্তব। বিদিশার ছোট বোন শানবি শ্রীবাস্তব দক্ষিণী সিনেমার একজন অভিনেত্রী
 

বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন বিদিশা শ্রীবাস্তব 
 

২০০৬ সালে মা ইদারি মধ্য সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর
 

২০০৭ সালে নালি নালিয়ুথা সিনেমার মাধ্যমে কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিষেক বিদিশার
 

২০১১ সালে লাকি জোকারস সিনেমার মাধ্যমে মালায়ালাম সিনেমায় পা রাখেন বিদিশা

 


রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৭/শান্ত/মারুফ/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়