ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পায়ে হেঁটে দেড়শ কিলোমিটার পথ

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৩:৪৭, ২৯ মার্চ ২০২১
পায়ে হেঁটে দেড়শ কিলোমিটার পথ

গাজীপুরের ৬ রোভার স্কাউট পায়ে হেঁটে ১শত ৫০ কিলোমিটার পথ পরিভ্রমণে বের হয়েছেন।

রোববার (২৮মার্চ) সকালে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ৬ জন রোভার স্কাউটের পরিভ্রমণ যাত্রা উদ্বোধন করেন।

পরিভ্রমণে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা হলেন— মৌচাক ওপেন স্কাউট গ্রুপের রোভার মো. আশিকুর রহমান, মো. শাকিল মিয়া, ফাহমিদুল মুরাদ, আমেনা আক্তার ও মুকতারি চামেলী এবং মেট্রোপলিটন মুক্ত রোভার স্কাউট প্রুপের রোভার মো. নুরুজ্জামান আপন।

প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা তারা পায়ে হেঁটে ৫ দিনে এই পরিভ্রমন সমাপ্ত করবেন।

স্কাউট সূত্রে জানা যায়, রোভার স্কাউট প্রোগ্রাম অনুযায়ী একটানা ৫ দিন পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে তারা। পরিভ্রমণ শেষে পথের বর্ণনা, পথে ঘটে যাওয়া কোনো বিশেষ ঘটনা, কার সঙ্গে দেখা হলো তার বিবরণ ইত্যাদি লিখে জমা দিবে। তাহলে তারা পরিভ্রমণকারী ব্যাজ পাবে। এভাবে আরও কিছু ব্যাজ অর্জনের পর পাবে রোভার স্কাউটদের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড’। সেই লক্ষ্যে তারা টানা ৫ দিন হেঁটে আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজে গিয়ে পরিভ্রমণ শেষ করবে।

পরিভ্রমণ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সর্দার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ কমিশনার অধ্যক্ষ শরিফুল ইসলাম এএলটি, অধ্যক্ষ মো. আব্দুস সালাম, গাজীপুর জেলার সম্পাদক মোফাজ্জল হোসেন এএলটি, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন এএলটি, সদর উপজেলা স্কাউট সম্পাদক খলিলুর রহমান, রোভার স্কাউট লিডার মো. জুলহাস, শরিফুল ইসলাম আশিক, মাসুদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

রফিক/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়