ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পিটিয়ে শিক্ষকের হাত ভাঙল যুবক

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১১ জুন ২০২২   আপডেট: ২১:০৮, ১১ জুন ২০২২
পিটিয়ে শিক্ষকের হাত ভাঙল যুবক

মাহমুদ মাহিম

পাবনার ভাঙ্গুড়ায় ইউসুফ আলী (৫৫) নামে এক শিক্ষকের হাত পিটিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুন) সকালে এই ঘটনা ঘটে।

আহত ইউসুফ আলী উপজেলার ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মাহমুদ মাহিম (২৮) চক্রপাড়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিমের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। সম্প্রতি মাহিমের শাশুড়ি মাহিমের বাড়িতে এলে সে তার স্ত্রী ও শাশুড়িকে মারধর করে।

এ নিয়ে মাহিমের স্ত্রীর আত্মীয় ইউসুফ আলী শনিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন গ্রাম প্রধানকে নিয়ে মাহিমের বাড়িতে যান। এসময় কথা কাটাকাটির জেরে মাহিম ক্ষিপ্ত হয়ে পিটিয়ে ইউসুফ আলীর হাত ভেঙে দেন।

অভিযোগের বিষয়ে মাহিমের পিতা আব্দুল মজিদ বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক ইউসুফ আলীসহ কয়েকজন বসে বিষয়টি মীমাংসা করছিল। কিন্তু ইউসুফ আলীর বাড়াবাড়িতে ক্ষিপ্ত হয়ে আমার ছেলে আঘাত করে।’

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, ‘আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতের এক্সরে করতে বলা হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।’

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হক বলেন, ‘এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়