ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৯ সেপ্টেম্বর ২০২০  
পুঁজিবাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে 

দেশের  দুই স্টক এক্সচেঞ্জে বুধবার (৯ সেপ্টেম্বর) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। তবে ডিএসইতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকা। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৭২৬ দশমিক ৯০ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪৬ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে বুধবার লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার ও ইউনিটের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৪ হাজার ২০১ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬  দশমিক ২০ পয়েন্টে, সিএসইএক্স সূচক ১৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৩ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার ও ইউনিটের দর। এদিন টাকার পরিমাণে সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ২২ লাখ টাকা। 

ঢাকা/এনএফ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়