ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুড়ে যাওয়া ‘অভিযান-১০’ যাচ্ছে মেরামতে

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৩ আগস্ট ২০২২   আপডেট: ১৯:১৩, ১৩ আগস্ট ২০২২
পুড়ে যাওয়া ‘অভিযান-১০’ যাচ্ছে মেরামতে

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চটি মেরামতের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার (১৩ আগস্ট) বিকেলে লঞ্চটি বলগেটের সঙ্গে বেধে মেরামতের জন্য নলছিটির নিজাম শিপিং ডকইয়ার্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, পুড়ে যাওয়ার পর থেকে লঞ্চটির জিম্মাদার ছিলেন ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম। তিনি আজ বিকেলে লঞ্চের মালিক হাম জালাল শেখের কাছে লঞ্চটি হস্তান্তর করেন।

পুলিশ বলছে, মালিক পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ২৪ জুলাই নৌ আদালত পুড়ে যাওয়া লঞ্চটি হস্তান্তরের আদেশ দেন। সেই আদেশের কপি ঝালকাঠি থানায় আসে ২৬ জুলাই। শনিবার ঝালকাঠি থানা থেকে কাগজপত্র দেখিয়ে জিম্মায় থাকা লঞ্চটি অবমুক্ত করে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে ৪৭ জন যাত্রী মারা যান। এ ঘটনায় লঞ্চটি আটক করে ঝালকাঠি থানা পুলিশ।

অভিযান-১০ লঞ্চের মালিক পক্ষের প্রতিনিধি মো. আবু হানিফ বলেন, ‘আদালতের মাধ্যমে জামিন নিয়ে মেরামতের জন্য লঞ্চটি ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে।’

ঝালকাঠি থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অলোক/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়