ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুরোনো ছন্দে নতুন শুরুর অপেক্ষায় সাদমান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৬:৫২, ২৭ আগস্ট ২০২০
পুরোনো ছন্দে নতুন শুরুর অপেক্ষায় সাদমান

হাতের অস্ত্রোপচার করাতে মার্চে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন সাদমান ইসলাম। সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেই গৃহবন্দী। কোয়ারেন্টাইন ও দীর্ঘ লকডাউনে নিজের পূর্নবাসন প্রক্রিয়া যথাযথভাবে শেষ করতে পারেননি। 

তবে চার দেয়ালে থেকে কাজ করেছেন। তবুও ব্যাট হাতে নিতে সময় লেগেছে সাদমানের। শুরুতে মনে হচ্ছিল ব্যথা পেতে পারেন। নড়বড়ে আত্মবিশ্বাসে বাড়তি ঝুঁকি নেননি। এজন্য ঐচ্ছিক অনুশীলনের শুরুতে ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে ব্যস্ত রাখেন। এখন পুরোদমে ব্যাটিং অনুশীলন করছেন। ফিরে পেয়েছেন নিজের পুরোনো ছন্দ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।

জাতীয় দলের বাঁহাতি ওপেনার বুধবার নিজের ব্যাটিং অনুশীলন শেষে বলেন, ‘সার্জারির জন্য যখন অস্ট্রেলিয়া যাওয়া হয়েছিল, দেশে ফেরার তিন চার দিন পরই লকডাউন শুরু হয়। তখন আমার তেমন ট্রিটমেন্ট করা হয় নি। বাসায় কিছু কাজ দেয়া হয়েছিল। আস্তে আস্তে আমার হাতের অবস্থা ভালো হওয়া শুরু হলে আমি ব্যাটিং অনুশীলন শুরু করলাম। ওই সময়ে ব্যাটিং ড্রিল করেছি, রানিং করেছি, জিম করেছি। এখন পুরোদমে ক্যাম্পে ব্যাটিং করছি।’

নিজের ব্যাটিং নিয়ে সাদমান বলেন, ‘এখানে এসে যখন ব্যাটিং করলাম মেশিনে তখন শুরুতে একটু ভয় হচ্ছিলো। এর আগে তো ব্যাটিং করা হয়নি, ভেবেছিলাম ব্যথা লাগতে পারে। কিন্তু প্রথম দিন ব্যাটিং করার পর আল্লাহর রহমতে ব্যথা অনুভব করিনি। এখন তো আমাদের বোলাররা বোলিং করছে। খুব ভালো লাগছে। ব্যথা নেই এখন।’

আন্তর্জাতিক ক্যারিয়ার ভালোভাবে শুরু হলেও সাদমান ভারত সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা সূচি। তিন টেস্ট খেলবে বাংলাদেশ। ব্যর্থতা ঝেরে লঙ্কা সফরে ভালো করতে মুখিয়ে বাঁহাতি ওপেনার।

‘সামনে আমাদের একটা সিরিজ আছে। অনুশীলন ভালোভাবে শুরু হয়েছে। আগে যেভাবে খেলতে পারতাম এখন সেভাবেই শুরু হয়েছে। আশা করছি সামনে খেলা শুরু হলে বেশ ভালোভাবেই শুরু করতে পারবো।’– বলেছেন সাদমান।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়