ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রথমবার টেস্ট ক্রিকেটে এমন ঘটনা...

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৩ জানুয়ারি ২০২২   আপডেট: ২১:২২, ১৩ জানুয়ারি ২০২২
প্রথমবার টেস্ট ক্রিকেটে এমন ঘটনা...

টেস্ট নম্বর ২৪৪৮ চলছে কেপটাউনে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। দুই দলের মুখোমুখিতে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা টেস্ট ক্রিকেটে আগে কখনো হয়নি।

টেস্ট ক্রিকেটের পথ চলা শুরু ১৮৭৭ সালের ১৩ মার্চ। এর ১৪৪ বছরের দীর্ঘ পথ চলার ইতিহাসে একই দল দুই ইনিংসে কখনো ক্যাচ আউটের মাধ্যমে অল আউট হয়নি। কেপটাউন এমন ঘটনার সাক্ষী হলো। ভারত নাম লিখাল এমন ইতিহাসে। ভারতের দুই ইনিংসের ২০ উইকেটই গেল ক্যাচ আউটের মাধ্যমে। 

এর আগে ১৯ উইকেট গিয়েছিল পাঁচবার। কিন্তু দুই ইনিংসের সবগুলো উইকেট ক্যাচ আউটে হয়নি একবারও। দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে ভারতের সব ব্যাটসম্যানরা উইকেট হারিয়েছেন ক্যাচ আউটে।

১৯৮২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ১৯ উইকেট গিয়েছিল ক্যাচ আউটে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে এডওয়ার্ড হেমিংগিস বোল্ড হয়েছিলেন লওসনের বলে। ২০১০ সালে সিডনিতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সব ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছিলেন। প্রথম ইনিংসে উমর আকমাল বাদে বাকি সব ব্যাটসম্যান ক্যাচ আউট হন।

একই বছর ভারতের এমন অভিজ্ঞতা হয়। ডারবানে তাদের প্রথম ইনিংসের সবকটি উইকেট যায় ক্যাচ আউটে। দ্বিতীয় ইনিংসে ৯ ব্যাটসম্যানই ক্যাচ দেন। চতেশ্বর পূজারা বোল্ড হন মর্কেলের বলে। 

২০১৩ সালে ইংল্যান্ডের আবার একই ঘটনা ঘটে। এবারও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ভেন্যুও সেই ব্রিসবেন। বাঁহাতি ওপেনার মাইকেল কারবেরি বাদে ইংলিশদের বাকি সব ব্যাটসম্যান আউট হন ক্যাচ দিয়ে। সবশেষ কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১৯ উইকেট গিয়েছিল ক্যাচ আউটে। দুই ইনিংসের মধ্যে কেবল কেভব মহারাজ ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হন। 

কেপটাউনে ঠিক তার পরের টেস্টেই দক্ষিণ আফ্রিকা ভারতের ২০ উইকেট নিলো ক্যাচ আউটে। ক্রিকেট ইতিহাসের পাতায় এ অর্জন লিখা থাকবে অনন্তকাল।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়