RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

প্রযোজকরা আমাকে অপয়া মনে করতেন: তাপসী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৬, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রযোজকরা আমাকে অপয়া মনে করতেন: তাপসী

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ২০১৩ সালে ‘চাশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তারপর ‘বেবি’, ‘পিঙ্ক’, ‘জড়ুয়া টু’-এর মতো হিট সিনেমা উপহার দেন তাপসী। কিন্তু বলিউডে তার এই জার্নিটা মোটেও সুখকর ছিল না বলে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ অভিনেত্রী।

বলিউডে পা রেখে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে তাপসী বলেন, ‘বলিউডি ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনার সঙ্গে অনেকেই অন্যরকম একটা সম্পর্ক তৈরি করতে চায়। আমাকে বলা হয়েছিল—ইন্ডাস্ট্রিতে সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। নীতি বিরুদ্ধ কাজ তোমাকে করতে হবে। দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা একটি মেয়ের পক্ষে যা সত্যি খুব ভয়ের ছিল।’

তিনি আরো বলেন, ‘প্রযোজকরা আমাকে সিনেমায় নিতে চাইছিলেন না। তারা মনে করতেন পাঁচটি দৃশ্যে অভিনয় করেই আমি তাদের সিনেমা সুপারহিট বানিয়ে দেব। কিন্তু বাস্তবে তা অসম্ভব। তারা আমাকে অপয়া মনে করতেন। আমার কর্মক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতেন। খুব ভয় হতো। কিন্তু ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। ওই কথাগুলো আমায় খুব একটা প্রভাবিত করেনি।’

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত ‘মিশন মঙ্গল’ সিনেমাটি। মুক্তির পর তার অনবদ্য অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এতে আরো অভিনয় করেছেন—অক্ষয় কুমার, বিদ্যা বালান, শারমান জোশি, কীর্তি কুলহারি, নিথিয়া মেনন প্রমুখ। এটি পরিচালনা করেছেন জগন শক্তি। ৩২ কোটি রুপি বাজেটের সিনেমাটি এ পর্যন্ত বক্স অফিসে আয় করেছে ২০০ কোটি রুপির বেশি।


রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়