ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৪ মার্চ ২০২১  
প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

দশ বছর আগে ঢাকার ধামরাইয়ে অবৈধ সম্পর্কের জেরে সোহেল নামে এক ব্যক্তিকে খুনের মামলায় প্রেমিকা শিল্পী আক্তারসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন- ঈসমাইল, আব্দুল মজিদ, নুর আলম এবং সুমন।

আসামিদের মধে প্রথম তিনজন আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। শেষের দুজন পলাতক রয়েছেন।  আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা ইস্যু করেছেন।

সংশ্লিষ্ট আদালতে সহকারী পাবলিক প্রসিকিউট শাকিলা জিয়াছমিন (মিতু) এসব তথ্য জানান।

তিনি বলেন, শিল্পীর স্বামী সৌদি আরবে থাকতেন।  সে সুযোগে শিল্পীর সাথে সোহেলের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্যান্য আসামিরাও শিল্পীকে পছন্দ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।  ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর শিল্পী সোহেলকে বাড়িতে ডেকে আনেন।  এরপর তারা সবাই মিলে সোহেলকে খুন করে।

শাকিলা জিয়াছমিন (মিতু) বলেন, সোহেলকে খুনের ঘটনায় তার ভাই রকিবুল ইসলাম ধামরাই থানায় মামলা করেন। মামলা তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর আদালত চার্জগঠন করে আসামিদের বিচার শুরু করেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিলেন।  আমরা এ রায়ে সন্তুষ্ট।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়