ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় পাওয়া যাচ্ছে আখির উপন্যাস ‘অশ্রুমতি’ 

নাহিদ হোসেন নিরব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৫ মার্চ ২০২১   আপডেট: ১২:১৯, ২৫ মার্চ ২০২১
বইমেলায় পাওয়া যাচ্ছে আখির উপন্যাস ‘অশ্রুমতি’ 

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখক সৌরভী আলম আখির উপন্যাস ‘অশ্রুমতি’। অন্বয় প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বইটি। এটি লেখকের প্রথম বই। 

অশ্রমতি উপন্যাসে লেখক বুঝিয়েছেন, একটা মেয়ে যে কঠিন সত্যকে লুকাতে সক্ষম খুব সহজে, খুব আপন মহিমায়ও নিজেকে মানিয়ে নিতে পারে সব প্রতিকূলতায়। একটা ছেলে পৃথিবী রাঙাতে পারে, একটা মেয়ে পৃথিবী সাজাতে পারে নিজস্ব নিপুণতায়! প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিষাদময় গল্প থাকে, থাকে লড়াইয়েরও, থাকে হাসির পেছনে অন্তিম কোনো গল্পের শেষ রেস।

উপন্যাসটি পাঠককে ভাবাবে, একবার পড়া শুরু করলে পরের পৃষ্ঠায় যেতে বাধ্য করবে, প্রত্যেকটা চরিত্রের পেছনে একটা অজানা গল্প রয়েছে, যা উপন্যাসকে আলোকসজ্জায় সজ্জিত করেছে, যা একজন পাঠককে পড়ার আগ্রহ জাগ্রত করবে। চরিত্রগুলো লেখক এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তিনি আবেগের মহিমায় পুরো বাস্তবকে বর্ণনা করেছেন। 

অশ্রুমতির কিছু উক্তি

‘তোমার বুকের বাম পাশে এক টুকরো আকাশ চেয়েছিলাম খুব করে কিন্তু সেখানে আমার নামের এপিটাফ লেখা হয়েছিল।’

‘কতটা ক্ষণস্থায়ীভাবে ঘটে যায় এই দেখা, চেনা, জানা-শোনা, ভালো-লাগা প্রেম, ভালোবাসা, অন্তরঙ্গতা কিংবা বিচ্ছেদ। বিরহেই প্রেমের পূর্ণতা।’

‘বিরহেই প্রেমের পূর্ণতা বলে আমাকে ত্যাগ করা তুমিও বৃষ্টির অঝোর ধারায় ঝাপসা চোখে আর্তনাদ কর আমাদের বিচ্ছেদে। অথচ প্রতিবার বৃষ্টিতে বৃষ্টি বিলাসের পর এক কাপ চায়ের উষ্ণতায় দুজনের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার প্রতিজ্ঞায় আবদ্ধ ছিলাম আমরা।’

অশ্রুমতি পাওয়া যাবে বইমেলার অন্বয় প্রকাশনীর ৩৫৫ নম্বর স্টলে। এছাড়াও রকমারি ডটকমসহ সব অনলাইন বুকশপে উপন্যাসটি পাওয়া যাচ্ছে।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়