ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় মোসাদ্দেক মিনহাজের ‘অসময়ের পারিজাত’

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২৪ মার্চ ২০২১  
বইমেলায় মোসাদ্দেক মিনহাজের ‘অসময়ের পারিজাত’

এবার অমর একুশে গ্রন্থমেলায় মোসাদ্দেক মিনহাজের কবিতার বই ‘অসময়ের পারিজাত’ প্রকাশিত হয়েছে। বইটিপাওয়া যাচ্ছে ভূমি প্রকাশের ৪৯২ নম্বর স্টলে। ‘অসময়ের পারিজাত’ কবির প্রথম বই। প্রকাশ করেছে সৌরভ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন হাসান মাহবুব বাবু।

প্রকাশক গাফফার খান বলেন, সবার জীবনে প্রেম-বিরহ, আনন্দ-বেদনা আছে। আমাদের চারপাশে ঘটে চলা হাজারো ঘটনা, স্মৃতিজাগানিয়া অব্যক্ত অনুভূতি, প্রেম-ভালোবাসা, নৈসর্গ, সংগ্রাম, দেশপ্রেম এই কাব্যগ্রন্থের উপজীব্য। বইটিতে বিভিন্ন প্রেক্ষাপটে লেখা ৪৬টি কবিতা স্থান পেয়েছে। মূল্য ১৫০ টাকা।

প্রসঙ্গত, মোসাদ্দেক মিনহাজ ১৯৮১ সালের ২১ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বিচার বিভাগের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত।
 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়