ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বন্যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উদ্বেগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৩ মার্চ ২০২১  
বন্যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উদ্বেগ

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনির ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

তিনি বলেছেন, সিডনির এ বন্যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার একটি- যা এখন “সবচেয়ে বড় উদ্বেগ”।

গত শনিবার (২০ মার্চ) নিউ সাউথ ওয়েলসে প্রায় ১ মিলিয়ন (৩.২ ফুট) বৃষ্টিপাত হয়েছিল। যার ফলে কয়েকশ' ঘরবাড়ি এবং রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্কট মরিসন বলেন, আবার বৃষ্টিপাত হলে সিডনির বৃহত্তম বাঁধটিতে পানি উপচে জনবহুল অঞ্চলগুলোকে হুমকির মুখে ফেলবে। কারণ, বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি গতিশীল থাকতে পারে, যা দেশকে চরম জটিল পর্যায়ে নিয়ে যেতে পারে।

তবে ওয়েস্টার্ন সিডনিতে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরই মধ্যে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সারাদেশে বৃষ্টিপাতে সৃষ্ট পরিস্থিতির কারণে সেনা মোতায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী মরিসন আরও বলেন, বুধবার (২৪ মার্চ) বৃষ্টিপাত হলে বন্যার হুমকির আশঙ্কা থেকেই যাবে।

ঢাকা/রাখী চাকমা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়