ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরগুনায় কবুতর রেসিং অনুষ্ঠিত

বরগুনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৮ মার্চ ২০২১  
বরগুনায় কবুতর রেসিং অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্বল্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বরগুনায় উদ্যোগে কবুতর রেসিং অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে।

রোববার (২৮ মার্চ) সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে রেসিং শুরু হয়। এতে আমতলী কবুতর ক্লাবের সভাপতি মো. হাজী সেলিমের কবুতর প্রথম হয়।

সকালে কুয়াকাটা থেকে ২০ জোড়া কবুতর ছাড়া হয়। চিহিৃত করতে কবুতরের পাখায় ক্লাবের সিল দেওয়া হয়। ২০ জোড়া কবুতরের মধ্যে আমতলী কবুতর ক্লাবের সভাপতি মো. গাজী সেলিমের কবুতর ১৪ মিনিট ৩০ সেকেন্ডে আমতলীতে এসে প্রথম, আলমগীর মৃধার কবুতর ১৫ মিনিট ৫৫ সেকেন্ড এসে দ্বিতীয় এবং এনায়েত হোসেনের কবুতর ১৬ মিনিট ৫৫ সেকেন্ডে এসে তৃতীয় হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মনোমুগ্ধকর এ আয়োজন এই প্রথম আমতলীতে অনুষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখার জন্য এই প্রযোগিতার আয়োজন।

 

কাশেম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়