ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরিশালে পন্টুন থেকে নদীতে পড়ে কার্গো শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:০১, ২৫ জানুয়ারি ২০২৩
বরিশালে পন্টুন থেকে নদীতে পড়ে কার্গো শ্রমিকের মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদীর কেডিসি এলাকায় পন্টুন থেকে পড়ে মো. ফরিদ (২৮) নামে এক কার্গো শ্রমিক মারা গেছেন।  

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে কেডিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফরিদের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়। তার বাবার নাম শাহ আলম। ফরিদ সারবোঝাই এমভি ম্যাক্সফালা কার্গোর শ্রমিক ছিলেন। 

কার্গোর মাস্টার জাকির হোসেন জানান, মোংলার হারবাড়িয়া-৮ থেকে ৪ দিন পূর্বে ইউরিয়া সার নিয়ে কীর্তনখোলা নদীর নগরীর কেডিসি এলাকায় বিএডিসির ঘাটে এসে পৌঁছান। সন্ধ্যার পর পন্টুনের উত্তর পাশ থেকে এক লোককে পানিতে পড়ে যেতে দেখে অন্যান্য শ্রমিকরা। পরে শ্রমিকরা এসে জানায় ফরিদকে পাওয়া যাচ্ছে না। আশেপাশে খুঁজে তাকে না পেয়ে ৯৯৯ কল করা হয়। ফায়ার সার্ভিস এসে পন্টুনের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে। 

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারী বলেন, দুর্ঘটনাবশত ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আধা ঘণ্টার চেষ্টায় পন্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ কার্গোর মাস্টারের কাছে হস্তান্তর করা হয়। 

জে. খান স্বপন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়