ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৪:৫২, ৩ ডিসেম্বর ২০২২
বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

আধিপত্য বিস্তার নিয়ে নাটোরের সিংড়ায় বর্তমান ইউপি চেয়ারম্যান মামুন ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। 

এদিকে ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ২০১৬ সালে বর্তমান চেয়ারম্যান মামুন সমর্থক রেজাউলকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মামলা দায়ের করে নিহত রেজাউলের ভাই আনোয়ার হোসেন। সেই মামলা নিয়ে আনোয়ার ও প্রতিপক্ষ আবুল কালামের সমর্থক সাইফুল ইসলামের সঙ্গে বিরোধ শুরু হয়। সেই বিরোধের জের এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এছাড়া গোলাগুলির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। 

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। 

আরিফুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়