ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশকে হালকাভাবে নিলে আপনি বোকাদের দলে: ম্যাথুজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৮ মে ২০২২   আপডেট: ১৯:৫৮, ৮ মে ২০২২
বাংলাদেশকে হালকাভাবে নিলে আপনি বোকাদের দলে: ম্যাথুজ

ঘরের মাঠে বাংলাদেশকে কোনোমতেই হালকাভাবে নিতে চায় না শ্রীলঙ্কা। যদি কেউ নেয় তাহলে সে বোকাদের দলে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকার বিমানে ওঠার আগে এমন মন্তব্য করেন অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

দেশে জরুরি অবস্থা চললেও রোববার (০৮ মে) দুপুরে ঠিকঠাক মতো ঢাকায় পৌঁছায় লঙ্কানরা। যাত্রা শুরু আগে ম্যাথুজ বলেন, ‘বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হালকাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন।’

শ্রীলঙ্কা দল আসলেও তাদের সঙ্গে ছিলেন না অধিনায়ক দিমুথ করুনারত্নে ও চামিকা করুনারত্নে। দিমুথ লন্ডনে কাউন্টি খেলায় ব্যস্ত, সোমবার তার আসার কথা রয়েছে। আর আইপিএলে ব্যস্ত থাকা চামিকাও ফিরবেন একই দিন।

প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে, ১৫ মে থেকে। ১২ মে পর্যন্ত ঢাকায় থাকবে শ্রীলঙ্কা। বিকেএসপিতে ১০-১১ মে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলে তারপর বন্দরনগরীতে যাবে তারা। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ২৩ মে থেকে।

ম্যাথুজ মনে করেন বাংলাদেশকে হারাতে হলে তাদের সেরা খেলাটাই খেলতে হবে, ‘বাংলাদেশকে হারাতে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম করতে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করবো।’

এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১৭টি টেস্ট খেলেছে। তাতে জয় মাত্র ১টি, ড্র ৪টিতে। আর বাকি সবকটিতে হার। আর ঘরের মাঠে ৬ টেস্ট খেলে ৪টিতে হার, ২টিতে ড্র।

বাংলাদেশের চেনা মাঠ বলেই বাড়তি সতর্ক ম্যাথুজ, ‘বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় বড় দলকেও হারিয়েছে। সুতরাং ওখানে ভালো করতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়