ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল: পলক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২৬ মার্চ ২০২১  
বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ বিভিন্ন সূচকে অনেক দেশের চেয়ে এগিয়ে যাচ্ছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে আইসিটি বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা মহামারিতে যখন সারা বিশ্ব অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন বাংলাদেশের তরুণ মেধাবী ছেলেরা অনলাইনে কাজ করছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।’

অসাম্প্রদায়িক, উন্নত, আধুনিক ও আলোকিত বাংলাদেশ গড়তে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বনামধন্য বাংলাদেশি নজরুলগীতি শিল্পী শাহীন সামাদ, মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী রফিকুল আলম প্রমুখ।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়