ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মূল্য পৌনে ১৬ কোটি টাকা প্রদান

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ জুন ২০২২  
বাগেরহাটে অধিগ্রহণকৃত জমির মূল্য পৌনে ১৬ কোটি টাকা প্রদান

বাগেরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ৬৯ জন মালিককে ক্ষতিপূরণ বাবদ প্রায় পৌনে ১৬ কোটি টাকার চেক দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রোহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন সূত্রে জানায়, এ দিন কোস্টগার্ড পশ্চিম জোনের ভবন, শরণখোলা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর, খুলনা-মোংলা রেললাইন, মোংলা বন্দরের ড্রেজিং, ঢাকা এ্যান্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গার্ড এক্সপ্যানশন প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৬৯ জন মালিকের হাতে ১৫ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ১২৩ টাকার চেক দেওয়া হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, জনগণ তাদের জমি সরকারের উন্নয়ন কাজে দিয়েছে, তাদের হাতে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করেন, তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি। 
 

টুটুল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়