ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৪ মে ২০২২   আপডেট: ০৮:৪৯, ১৪ মে ২০২২
বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মে) দুপুরে মোল্লাহাট উপজেলার চরকুলিয়া-দাড়িয়াঘাটা এলাকায় আজাদ শেখ ও আব্বাস শেখ নামে দুই ভাইয়ের লোকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এ সময় তিনটি বাড়িঘর ভাঙচুর করেছে সংঘর্ষে অংশ নেওয়ারা।

আহতদের মধ্যে সাত জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- আবুল মুন্সি (৪০), বিল্লাল মুন্সী (২৩), লিয়াকত মুন্সি, (৩০), বিল্লাল মুন্সি (৭০), ফিরোজা বেগম (৬৫), আলাল মুন্সী (৭৫) ও খাদিজা বেগম (২৫)।

আহত গৃহবধূ খাদিজা বেগম বলেন, ‘প্রতিবেশী আজাদ শেখ ও আব্বাস শেখ নামে আপন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে শুক্রবার দুপুরে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে আজাদ শেখ আমাদের ঘরে আশ্রয় নেন। এসময় আব্বাস শেখ ও তার লোকজন আমাদের ওপর হামলা করে। আমাদের বাড়িঘরও ভাঙচুর করে তারা।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘর্ষের পরে দু’পক্ষই থানায় এসেছিল। যেহেতু মূল বিরোধ আপন দুই ভাইয়ের মধ্যে এবং যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সবাই পরস্পর আত্মীয়। এজন্য তারা নিজেরা বিষয়টি সমাধানের কথা বলেছেন। এরপরও যদি তারা লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টুটুল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়