ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাজেট অধিবেশন সকাল ১১টায় শুরুর প্রস্তাব ইআরএফের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৫ মার্চ ২০২১  
বাজেট অধিবেশন সকাল ১১টায় শুরুর প্রস্তাব ইআরএফের

জাতীয় সংসদের বাজট অধিবেশন বিকেলের পরিবর্তে সকাল ১১টায় শুরুর জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রস্তাব দিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) এনবিআরে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় (ভার্চুয়ালি) অংশ নিয়ে লিখিত প্রস্তাবে এ বিষয় তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

সভায় সংগঠনের সভাপতি শারমীন রিনভী, যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম, ইআরএফের সদস্য দৌলত আখতার মালা, রিয়াদ হোসেন, রুহুল আমিন রাসেল, আব্বাস উদ্দিন নয়নসহ আরও অনেকে অংশ নেন। 

সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বলেন, সংবাদকর্মীদের সুবির জন্য ভারতের মতো বাজেট অধিবেশন বিকেলের পরিবর্তে সকালে শুরু করার অনুরোধ করছি।  ভারতে বাজেট অধিবেশন সকাল ১১টায় শুরু হয়। এর ফলে সেখানকার সংবাদকর্মীদের জন্য বাজেট রিপোর্টিং অনেক সহজ হয়।  আমরা পাঠকদের কাছে সহজ ও প্রাণবন্তভাবে বাজেট প্রতিবেদন তুলে ধরার প্রয়াসে বাজেট অধিবেশন সকালে শুরু করার প্রস্তাব করছি।

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়