ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাণিজ্য মেলায় ফার্নিচারে ছাড় দিয়েও মিলছে না আশানুরূপ ক্রেতা

নাজমুল ইসলাম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৮ জানুয়ারি ২০২২  
বাণিজ্য মেলায় ফার্নিচারে ছাড় দিয়েও মিলছে না আশানুরূপ ক্রেতা

প্রথমবারের মতো পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়েছে। ইতোমধ‌্যে এক সপ্তাহ পারও হয়ে গেছে। মেলায় ফার্নিচারের বেশ কয়েকটি প্যাভেলিয়ন রয়েছে। প্যাভেলিয়নগুলো নতুন ডিজাইনের নানান ফার্নিচার পণ্যে সেজেছে।

শনিবার (৮ জানুয়ারি) বাণিজ‌্য মেলায় গিয়ে দেখা যায়, ক্রেতা আকর্ষণ করতে এসব প‌্যাভেলিয়নে চলছে জমজমাট ছাড়ের অফার। তবে প্রচুর দর্শনার্থী থাকলেও ছাড়েও সাড়া মিলছে না তেমন। অর্থাৎ ক্রেতা পাচ্ছে না ফার্নিচারের প‌্যাভিলিয়নগুলো। 

বাণিজ্যমেলায় ভবনের মূল প্রবেশ পথ পার হলেই বঙ্গবন্ধু প্যাভেলিয়ন। এই প্যাভেলিয়নের বাম দিক দিয়ে পশ্চিম দিকে এগিয়ে হাতের ডান দিকে দেখা যায় ফার্নিচারের প্যাভেলিয়নগুলো। প্যাভেলিয়নগুলোর ভেতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে, সারি সারিভাবে সাজানো নতুন নতুন ডিজাইনের ফার্নিচার। প্যাভেলিয়নগুলোতে ফার্নিচার বাড়িঘরের মতোই সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের নজর কাড়ছে।

 

ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন এবং পুরাতন ডিজাইনের ফার্নিচার দর্শনার্থীদের দেখাচ্ছে। এসব প্যাভেলিয়নগুলোতে দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। কিন্তু ক্রয়াদেশ আশানুরূপ মিলছে না এখনও। তবে অংশগ্রহণকারীরা হতাশ নয়, মেলা শেষ হতে এখনো বাকি অনেক দিন। সামনের দিনগুলোতে ভালো ক্রয়াদেশ পাবেন বলে আশা করছেন তারা। 

গাজীপুর পূবাইল থেকে মেলায় পরিবার নিয়ে এসেছেন জসিম উদ্দিন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘আমি দীর্ঘ দিন মধ্যপ্রাচ্যে ছিলাম। কিছুদিন আগে দেশে এসেছি। ফার্নিচারে বেশ ছাড় দেওয়া হয়েছে শুনে মেলায় এসেছি। কিন্তু ফার্নিচারের প্যাভেলিয়নগুলো ঘুরে দেখলাম ছাড় দেওয়ার পরও দাম অনেক বেশি। তাতে মেলা থেকে ফার্নিচার কেনার যে ইচ্ছে ছিল, তা অধরাই থেকে গেলো।’ 

ফার্নিচারের প্যাভেলিয়ন ঘুরে দেখছেন আলেয়া ইসলাম। তিনি বলেন, ‘আমি উত্তরা থেকে মেলায় এসেছি। ঘুরে ফার্নিচার দেখছি। দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে প্যাভেলিয়নগুলো। পছন্দ হলে আমার একটা সোফা কেনার ইচ্ছা আছে।’

ফার্নিচারের প্যাভিলিয়নগুলোতে কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, মেলা ৮ দিন ধরে চলছে। দিন যত যাচ্ছে, দর্শনার্থীও বাড়ছে। কিন্তু ক্রয়াদেশ খুব কম। এর মধ্যে বাণিজ্য মেলায় আসা যাওয়ার পথে ভোগান্তি, প্রথম বারের মতো রাজধানীর বাইরে মেলা হওয়া ক্রয়াদেশ কম হওয়ার অন্যান্য কারণগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছেন তারা। তবে এখনো মেলা শেষ হতে অনেক দিন বাকি। তাই সামনের দিনগুলোতে বেশ ক্রয়াদেশ পাবেন বলে আশা করছেন তারা।

আকতার ফার্নিচারের সেলস এক্সিকিউটিভ মো. সাইফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘মেলার এক সপ্তাহ কেটে গেছে কিন্তু ক্রয়াদেশ নেই বললেই চলে। এবারের মেলা এদিকে যেমন নতুন স্থানে হচ্ছে, অপরদিকে দর্শনার্থীদের আসা যাওয়ায় রয়েছে নানা ভোগান্তি। এসব কারণে মেলায় ক্রয়াদেশ নিয়ে হাতাশ হওয়ার শঙ্কা রয়েছে।’ 

নাদিয়া ফার্নিচারের কর্মকর্তা মাহবুব রহমান বলেন, ‘বাণিজ্য মেলা উপলক্ষ্যে আমাদের ফার্নিচারে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু দর্শনার্থী দিন দিন বাড়লেও ক্রেতা কম। আমাদের সেবা গ্রাহক শহরের। আর ঢাকা থেকেই দর্শনার্থীদের আসতে সমস্যা হচ্ছে। তবে এখনো মেলা শেষ হতে অনেক দেরি। আশা করছি, সামনের দিনগুলোতে ক্রয়াদেশ বাড়বে।’ 

তিনি বলেন, ‘বাণিজ্য মেলার স্থানটি খুব সুন্দর। কিন্তু ঢাকা থেকে আসার যাওয়ার পথে সড়কে অনেক ধুলাবালি থাকায় দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছে। যদি আসা যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি না থাকতো তাহলে দর্শনার্থীর সংখ্যা বাড়তো। তাতে ফার্নিচারের পণ‌্য ক্রয়াদেশ বেশি থাকতো।’

হাতিমের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘হাতিম এবারের মেলায় অন্যান্য পণ্যের পাশাপাশি শিশুদের জন্য নতুন ডিজাইনের খাট এবং টেবিলসহ নানা রকম ফার্নিচার নিয়ে এসেছে। যা খুবই আকর্ষণীয় ডিজাইনের। হাতিম শিশুদের জন্য যে ফার্নিচারের তৈরি করেছে, তা অন্য কোনো ব্রান্ড করতে পারেনি। মেলায় দিন দিন দর্শনার্থী বাড়ছে কিন্তু ক্রয় আদেশ তুলনামূলকভাবে কম। আশা করা যাচ্ছে মেলায় বাকি দিনগুলোতে ক্রয় আদেশ পাওয়া যাবে।’ 

বাণিজ্য মেলায় আকতার, নাভানা, ব্রাদার, হাতিল, নাদিয়া, নিউ এন্টিক, রিগ্যাল, পারটেক্স, হাতিম ছাড়াও বেশ কিছু ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

ঢাকা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়