ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাদ জোহর ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৫৬, ২৪ অক্টোবর ২০২০
বাদ জোহর ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা

ব্যারিস্টার রফিক-উল হক (ফাইল ফটো)

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, জানাজা শেষে ব্যারিস্টার রফিক-উল হককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার রফিক-উল হক। 
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২১ অক্টোবর থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। রক্তশূন‌্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

এর আগে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ব্যারিস্টার রফিক-উল হককে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

ঢাকা/মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়