ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বান্দরবানে পাহাড় কাটার অভিযোগে জরিমানা ৪ লাখ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১৬ সেপ্টেম্বর ২০২০  
বান্দরবানে পাহাড় কাটার অভিযোগে জরিমানা ৪ লাখ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সেসময় ইটভাটাগুলো থেকে চার লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে এই ভ্রামমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রামমাণ আদালতের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ। 

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে পিবিসি ব্রিক্সকে এক লাখ টাকা, এবিসি ব্রিক্সকে এক লাখ টাকা, এফবিএম ব্রিক্সকে এক লক্ষ, বিবিএম ব্রিক্সকে ৫০ হাজার টাকা, এসবিডব্লিউ ব্রিক্সকে ৩০হাজার, এফএসি ব্রিক্সকে ২০ হাজার সর্বমোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ বলেন, ‘ইটভাটার মালিকরা অবৈধভাবে পাহাড় কেটেছেন, যা দণ্ডনীয় অপরাধ। তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে।’

বাসু দাশ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়