ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাবরের একটি ফরম্যাটের নেতৃত্ব ছাড়া উচিত: আজহারউদ্দিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:০৯, ২৪ জানুয়ারি ২০২৩
বাবরের একটি ফরম্যাটের নেতৃত্ব ছাড়া উচিত: আজহারউদ্দিন

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে তুলেছিলেন বাবর আজম। কিন্তু ব্যাটিংয়ে তার বাজে পারফরম্যান্সের কারণে সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি তাকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন। সম্প্রতি ইংল্যান্ডের কাছে পাকিস্তান ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, অধিনায়কত্ব ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য সম্মানের।

তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ধরে রেখেছেন বাবর। মঙ্গলবার প্রকাশিত আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়কও তিনি। তবে বর্তমান সময়ে ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়কের প্রথা চালু হয়েছে। তাই যে কোনো একটি ফরম্যাট থেকে তাকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর ইউটিউব চ্যানেলে আজহারউদ্দিন তার এই পরামর্শ জানান, ‘সে একজন চমৎকার ব্যাটসম্যান। একই সঙ্গে ধারাবাহিক। অধিনায়কত্ব একটা ইস্যু। পাকিস্তানকে সে সত্যিই এতদূর পর্যন্ত ভালো নেতৃত্ব দিয়েছে।’

কিন্তু বাবরের ভালোর জন্যই তার একটি ফরম্যাটের দায়িত্ব ছাড়া উচিত মনে করেন তিনি, ‘এখন এমন সময় এসেছে যে প্রতিটা দলের উচিত ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক নির্বাচন করা। চাপ অনেক। তাকে একটি ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়