ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বার্সেলোনায় ‘বড় পরিবর্তন’ দেখতে পেয়েছেন কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:২৩, ৩ ডিসেম্বর ২০২০
বার্সেলোনায় ‘বড় পরিবর্তন’ দেখতে পেয়েছেন কোমান

চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলে সবগুলো জিতেছে বার্সেলোনা, দুটিতে ছিলেন না লিওনেল মেসি। দলের খেলোয়াড়দের মধ্যে দৃঢ়তা দেখে সন্তুষ্ট কোচ রোনাল্ড কোমান। খেলোয়াড়েরা মাঠে আগের চেয়ে বেশি কার্যকরী ফুটবল খেলছে বললেন তিনি। দলে ‘বড় পরিবর্তন’ দেখতে পেয়েছেন ডাচ কোচ।

বুধবার ফেরেন্সভারোসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সা। ২০০২-০৩ মৌসুমের পর প্রথমবার গ্রুপের ছয় ম্যাচের সবগুলো জেতার লক্ষ্য নিয়ে আগামী মঙ্গলবার জুভেন্টাসকে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে তারা। অথচ লা লিগায় এই মৌসুমে ভুগছে কাতালানরা। কোমানের দল দুই ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে ১২ পয়েন্ট পেছনে। প্রথম ৯ ম্যাচে তাদের হার তিনটি ও ড্র দুটি।

তবে কয়েক সপ্তাহ ধরে খেলোয়াড়দের পারফরম্যান্সে পার্থক্য লক্ষ করছেন কোমান। বিশেষ করে ফেরেন্সভারোসের বিপক্ষে দ্বিতীয় গোল নজর কেড়েছে। ৩৩ পাসের সফল সমাপ্তি হয়েছে মার্টিন ব্রাথওয়েটের গোলে।

বার্সেলোনা কোচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেরিতে হলেও আমরা আরও বেশি কার্যকরী হতে পেরেছি। রক্ষণে আরও উন্নতি করতে হবে, কিন্তু আমরা সঠিক পথে আছি এবং আশা করি এভাবে আমরা খেলা চালিয়ে যেতে পারবো।’

কোমান আরও বলেছেন, ‘পার্থক্য হলো এই দল কয়েক ম্যাচ ধরে কার্যকরী পারফরম্যান্স করছে। মৌসুম শুরুর তুলনায় এটা সবচেয়ে বড় পরিবর্তন। আমাদের যে ক্ষুধা আছে, তা প্রমাণ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠা। কিন্তু যদি ছয় ম্যাচের ছয়টি জিতলে তা হবে ঐতিহাসিক মাইলফলক।’

হাঙ্গেরিতে বার্সেলোনার এই জয়ে অন্য দুটি গোল আতোঁয়ান গ্রিয়েজমান ও উসমান দেম্বেলে। পরের জনের পারফরম্যান্সে মুগ্ধ কোমান। ২৩ বছর বয়সী দেম্বেলে বাঁ প্রান্তে নজরকাড়া উপস্থিতি দেখিয়েছেন এবং তার শট ছিল পাঁচটি, বার্সার অন্য যে কোনও খেলোয়াড়ের চেয়ে বেশি। বার্সা প্রধান কোচ বলেছেন, ‘দেম্বেলে দুর্দান্ত একজন খেলোয়াড়। সে খুব গতিময়, দুই পায়ে খেলতে পারে এবং শারীরিকভাবে খুব ভালো। দেম্বেলের মতো খেলোয়াড় যখন তাদের মতো করে খেলে তখন কোচের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়