ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপির পরিদর্শনে আসার খবরে বাঙলা কলেজে উত্তেজনা

ক্যাম্পাস সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ২৩:০৭, ৮ ডিসেম্বর ২০২২

বিএনপির প্রতিনিধি দলের পরিদর্শনে আসার খবরে বাঙলা কলেজে উত্তেজনা বিরাজ করছে। প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে কলেজটির শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে কলেজের সামনের মিরপুর রোডে এ প্রতিবাদ মিছিল করা হয়।

এসময় নেতাকর্মীরা বিএনপিকে বাঙলা কলেজ মাঠে সমাবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন। 

কলেজটির শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচএম সাদ্দাম হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই কলেজে কোনভাবেই জঙ্গি, সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের জীবন থাকতে সেটা হতে দেব না। 

পড়ুন: কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি, পুলিশ বলেছে বাঙলা কলেজ

কলেজ শাখার সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, বিএনপি মানেই আগুন সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ। বিএনপিকে এখানে সমাবেশ করতে দিলে আমাদের এই সুন্দর ক্যাম্পাস তারা নষ্ট করে দেবে। যেটা আমরা কোনোভাবেই হতে দেব না। তারা উন্মুক্ত মাঠে সমাবেশ করুক।

ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সাগর বলেন, আমরা বিএনপির আসার খবরে প্রতিবাদ মিছিল করছি। শরীরের এক ফোঁটা রক্ত থাকতে তাদের এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেব না। বাংলাদেশ ছাত্রলীগ বাঙলা কলেজে কড়া পাহারায় থাকবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, পুলিশ এসে প্রতিবাদ মিছিল নিয়ন্ত্রণে এনেছে।
 

জেআই/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়