ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কিরগিজ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:১৪, ১৫ অক্টোবর ২০২০
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কিরগিজ প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবি জিনবিকভ। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি।

মধ্য এশিয়ার দেশটিতে ২০০৫ সালের পর বিক্ষোভের পদত্যাগ করা তৃতীয় প্রেসিডেন্ট হচ্ছেন জিনবিকভ।

পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে ৪ অক্টোবর থেকে কিরগিজস্তানে বিক্ষোভ হচ্ছে। নির্বাচন কমিশন জিনবিকভ ও তার মিত্রদের বিজয়ী ঘোষণা করলে বিরোধীরা ফলাফল প্রত্যাখ্যান করে।

এক বিবৃতিতে জিনবিকভ জানিয়েছেন, বিক্ষোভকারীরা তার বাড়ির আঙ্গিনায় প্রতিবাদ কর্মসূচির হুমকি দেওয়ায় এ নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা তার।

তিনি বলেন, ‘সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় বাসভবন রক্ষায় তাদের অস্ত্র ব্যবহার করতে বাধ্য। রক্তপাত নিশ্চিতভাবেই এড়ানো যাবে না। আমি উভয় পক্ষকে প্ররোচনায় না পড়ার আহ্বান জানাচ্ছি। আমি কিরগিজস্তানের এমন প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিতে চাই না যিনি তার নাগরিকদের গুলি করেছেন এবং রক্তপাত ঘটিয়েছেন।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়