ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিজিবি’র সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৫ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৪:৫০, ২৫ জানুয়ারি ২০২৩
বিজিবি’র সক্ষমতা বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সর্বানাশা মাকদ সীমান্ত হয়ে দেশে আসছে। বিশেষ করে মিয়ানমার ও মিজোরাম সীমান্ত দুর্গম হওয়াতে মাদক পাচার রোধ করা মুশকিল। আমরা বিজিবির বিওপি ও ক্যাম্প বাড়িয়ে দিয়েছি। তাদেরকে হেলিকপ্টার দেওয়া হয়েছে। বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো হচ্ছে।’

গতকাল মঙ্গলবার হাতিবান্ধা তিস্তার ব্যারাজের চরে র‌্যাব-১৩'র শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি দুই হাজারের বেশি মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

মন্ত্রী র‌্যাব সম্পর্কে বলেন, ‘জঙ্গিবাদকে জিরো টলারেন্স হিসাবে নেওয়া হয়েছে। দেশে র‌্যাব জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা পালন করছে। সন্ত্রস দমনের পাশাপাশি মানবিক কাজও করছে তারা।’

তিনি আরও বলেন, ‘সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করতে ভারতকে বলেছি। তারপরও করা হচ্ছে। আমরা আশাকরি এটা বন্ধ করতে পারবো।’

এসময় অন্যদের মধ্যে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ এবং সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারুক আলম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়