ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিজেপি সমর্থিত নতুন রাজনৈতিক দল’ সম্পর্কে মমতার সতর্কতা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ২৫ মার্চ ২০২১  
‘বিজেপি সমর্থিত নতুন রাজনৈতিক দল’ সম্পর্কে মমতার সতর্কতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (বৃহস্পতিবার, ২৫ মার্চ) অভিযোগ করে বলেছেন, ‘সংখ্যালঘু ভোটের অংশ দখল করতে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির নির্দেশে রাজ্যে একটি নতুন রাজনৈতিক দলের আত্বপ্রকাশ ঘটেছে।  দয়া করে এদের প্রার্থীদের ভোট দেবেন না।” 

দক্ষিণ চব্বিশ পরগনার একটি নির্বাচনী সমাবেশে কোনও দল বা ব্যক্তির নাম উচ্চারন না করে তিনি দাবি করেন নব্য রাজনৈতিক সংগঠনটির প্রতিষ্ঠাতা বিজেপির কাছ থেকে অর্থ নেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেছেন, বিজেপির সাথে সিপিআই (এম) এবং কংগ্রেসের ‘বোঝাপড়া’ রয়েছে।  তিনি যোগ করেন, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসই রাজ্যে সিএএ এবং এনপিআর বাস্তবায়ন রোধ করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করতে পারে।

সুত্র: এনডিটিভি

সাব্বির/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়