ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিমসটেকের শীর্ষ সম্মেলন নিয়ে বৈঠক বৃহস্পতিবার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২৯ মার্চ ২০২১  
বিমসটেকের শীর্ষ সম্মেলন নিয়ে বৈঠক বৃহস্পতিবার

চলতি বছর শ্রীলঙ্কায় বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন) এর শীর্ষ সম্মেলন হবে। সম্মেলনের আগে এর প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) ভার্চুয়াল বৈঠক করবেন সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

সোমবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবারের বৈঠকে বিমসটেকের শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। সামনের দিনগুলোতে কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য, করোনা মোকাবিলাসহ নতুন নতুন বিষয় নিয়ে জোটভুক্ত রাষ্ট্রগুলো কীভাবে কাজ করবে, সেসব বিষয় এবারের আলোচনায় প্রাধান্য পাবে।

প্রসঙ্গত, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত আঞ্চলিক জোট বিমসটেক। ২০১৮ সালে নেপালে বিমসটেকের সর্বশেষ শীর্ষ সম্মেলন হয়। তার আগে ভারতে সংগঠনটির শীর্ষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়