ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস, সমালোচনার ঝড়

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস, সমালোচনার ঝড়

বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেন মো. কাবুল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে ভাতিজির বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেছেন মো. কাবুল নামের এক ব‌্যক্তি। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

গত ৩ আগস্ট কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের সঙ্গে পার্শ্ববর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূইয়ার ছেলে সবুজ ভূইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর কাবুল বন্দুক দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করে উল্লাস প্রকাশ করেন।

শুক্রবার (১৪ আগস্ট) ফেসবুকে ভিডিওটি আপলোড করেন মো. কাবুল। এ ভিডিওর সমালোচনা করে নাইম খান লিখেছেন, ‘এটা তো পাকিস্তানিদের কালচার। মনে হচ্ছে টুপুরিয়ার বাসিন্দারা ধরে ফেলেছেন।’ শিপন তাজ লিখেছেন, ‘ওসি প্রদীপের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’ আরিফ গাজী লিখেছেন, ‘শেষ পর্যন্ত এটাও দেখতে হলো।’

এ বিষয়ে মো. কাবুল বলেছেন, ‘বন্দুকটি মুক্তিযুদ্ধকালীন হেমায়েত বাহিনীর প্রধান প্রায়ত বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু তার নামে লাইসেন্স করে বন্দুকটি নিজের কাছে রেখেছেন। এটি বৈধ বন্দুক। নান্নুর মেয়ের বিয়েতে আনন্দ করার জন্য আমরা এক রাউন্ড গুলি ছুড়েছি মাত্র।’

এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এদিকে, ব‌্যাপক সমালোচনার পর শুক্রবার রাতে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছেন মো. কাবুল।

গোপালগঞ্জ/বাদল/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়