ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বুমরাকে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৫ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩৯, ২৫ জানুয়ারি ২০২৩
বুমরাকে ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চান না রোহিত

পিঠের ইনজুরির কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি যশপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টের দলেও নেই ভারতীয় পেসার। সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নেটে তাকে বল করতে দেখা গেছে। আশা জেগেছে, শিগগিরই ফিরবেন তিনি। অধিনায়ক রোহিত শর্মাও শেষ দুই টেস্টে তাকে ফিরে পেতে আশাবাদী।

নিউ জিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে বুমরাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রোহিত। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলে পরিষ্কার জানিয়ে দিলেন।

মঙ্গলবার অধিনায়ক বলেন, ‘বুমরাকে নিয়ে খুব বেশি নিশ্চিত নই। আমি আশা করছি সে পরের (শেষ) দুটি টেস্ট খেলবে (অস্ট্রেলিয়ার বিপক্ষে)। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। কারণ পিঠের চোট সবসময় জটিল। ওই সিরিজের পরও অনেক ক্রিকেট খেলতে হবে আমাদের।’

ইংল্যান্ড সফরের পর বুমরা লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারে পড়েন। গত বছর এশিয়া কাপে খেলেননি। খেলা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন। 

আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ। শেষ দুটি ম্যাচ হবে মার্চের শেষ দিকে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়