ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃষ্টির আগে নরকিয়ের আগুন ঝরা বোলিং, পোপের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৪, ১৮ আগস্ট ২০২২   আপডেট: ০১:৩৫, ১৮ আগস্ট ২০২২
বৃষ্টির আগে নরকিয়ের আগুন ঝরা বোলিং, পোপের ফিফটি

লর্ডসে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা হলো মাত্র ৩২ ওভার। বাকিটা সময় বৃষ্টির দাপট।

বৃষ্টিতে পণ্ড হওয়া দিনে স্বাগতিকদের বেশ চাপে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১১৬ রান তুলেছে ইংল্যান্ড। বল হাতে আগুন ঝরিয়েছেন পেসার আনরিচ নরকিয়ে। একা লড়াই করে ওলি পোপে পেয়েছেন ফিফটি।

টস জিতে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে সাফল্যের জন্য তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পেসার কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ভেরানের হাতে ক্যাচ দেন অ্যালেক্স লিচ (৫)। রাবাদা নবম ওভারে সাজঘরের পথ দেখান আরেক ওপেনার জ্যাক ক্রালওয়েকে (৯)। স্লিপে ক‌্যাচ নেন মার্করাম।  

তিনে নামা জো রুটকে টিকতে দেননি আরেক পেসার মার্কো জাসেন। তার ভেতরে ঢোকানো বলে এলডব্লিউ হন ৮ রান করা রুট। এরপর শুরু হয় নরকিয়ের তাণ্ডব। দ্রুতগতির বোলার এমনতেই বাড়তি বাউন্স আদায় করতে পারেন। লর্ডসের আকাশ গুমোট হওয়ায় বাড়তি সুবিধা পান। দ্রুত তুলে নেন জনি বেয়ারস্টো (০), বেন ফোকস (৬) ও বেন স্টোকসের (২০) উইকেট। 

সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন দেয়াল হয়ে দাঁড়িয়ে রান তোলেন পোপে। ৮৭ বলে ৬১ রানে অপরাজিত আছেন ৪ বাউন্ডারি হাঁকিয়ে। ৯ ওভারে ৪৩ রানে ৩ উইকেট পেয়েছেন নরকিয়ে।

বৃষ্টির বাগড়ায় ম‌্যাচ পণ্ড না হলে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে আজই হয়তো অলআউট হয়ে যেত ইংল‌্যান্ড। 

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়