RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ৩০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৫ ১৪২৭ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪২

‘ব্যক্তিগত জীবন কাউকে জানাতে চাই না’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যক্তিগত জীবন কাউকে জানাতে চাই না’

একতা কাপুর

বিনোদন ডেস্ক: বলিউড ও ভারতীয় টিভি প্রযোজক, পরিচালক একতা কাপুর। তার আরেক পরিচয় তিনি বলিউড অভিনেতা জিতেন্দ্র ও শোভা কাপুর দম্পতির মেয়ে। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম বালাজি প্রোডাকশন হাউস। মা শোভা কাপুরকে সঙ্গে নিয়ে এই প্রোডাকশন হাউস গড়ে তুলেছেন তিনি। নানা সম্পর্কের গল্প নিয়ে টেলিভিশনে একতা কাপুর তৈরি করেছেন একের পর এক জনপ্রিয় সিরিয়াল। টেলিভিশন সিরিয়ালের ক্ষেত্রে প্রায় বিপ্লবই এনেছিলেন একতা।

তবে বালাজি প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত সিনেমায় সাহসী বিষয়বস্তু ও খোলামেলা দৃশ্যের আনাগোনা একটু বেশি। সেটা ‘রাগিনি এমএমএস-২’, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ প্রভৃতি সিনেমার দিকে নজর দিলেই বোঝা যায়। এসব কাজ করতে গিয়ে নানা সময় সমালোচনার মুখেও পড়েছেন, আবার অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন একতা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, নিজের বায়োপিক বানানোর ইচ্ছে রয়েছে কি না? উত্তরে একতা কাপুর বলেন, ‘আমার এসব বিষয়ে খুব ভয়। আমি প্রাইভেট মানুষ। ব্যক্তিগত জীবন কাউকে জানাতে চাই না।’

ব্যক্তিগত জীবনে একতা এখনো অবিবাহিত। চলতি বছরের শুরুতে সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। সন্তানের আগমনে আপনার জীবনে কী পরিবর্তন এসেছে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছেলের বয়স মাত্র তিন মাস। মনে হয় আমি একজন ভালো মা।’রাইজিংবিডি/ঢাকা/১৩ জুন ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়