ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাট হাতে মুরালিধরনকে পেছনে ফেললেন বোল্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১৪ জুন ২০২২  
ব্যাট হাতে মুরালিধরনকে পেছনে ফেললেন বোল্ট

প্রথম ইনিংসে ড্যারিল মিচেলের সঙ্গে শেষ উইকেটে ৩৩ রানের জুটি গড়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও দশম উইকেটে মিচেলকে সঙ্গে নিয়ে ৩৫ রান যোগ করলেন। ৯ ব্যাটসম্যান আউট হওয়ার পর দলকে ভালো অবস্থানে রাখার পথে দারুণ এক অর্জনের অংশীদার হলেন ট্রেন্ট বোল্ট। ৮১তম ওভারে বেন স্টোকসের বল লং অনে পাঠিয়ে ২ রান নিয়ে রেকর্ড গড়েন তিনি।

১১তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে এখন সবচেয়ে বেশি রানের মালিক নিউ জিল্যান্ডের এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩২ বছর বয়সী ব্যাটসম্যান করেছেন ১৭ রান।

বোল্ট শ্রীলঙ্কান স্পিন বোলিং লিজেন্ড মুত্তিয়া মুরালিধরনকে ছাড়িয়ে যান। ৬২৩ রান করে এতদিন সবার উপরে ছিলেন সাবেক লঙ্কান ক্রিকেটার। ১১ নম্বরে নামা বোল্টের রান এখন ৬৪০।

নামের পাশে ৩১১ উইকেট বোল্টের। ১১ নম্বরে ব্যাটিং করে তার ক্যারিয়ার সেরা ইনিংস অপরাজিত ৫২ রান। ২০১৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওই রান করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। ১০ ও ১১ নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে বোল্টকে, যে কোনো পজিশনে এটি তার সেরা ইনিংস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়